• আজ মঙ্গলবার
    • ১৮ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১লা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাংলাদেশে আসলেন তারকা খেলোয়াড় হামজা, সিলেটে উচ্ছ্বাস

    বাংলাদেশে আসলেন তারকা খেলোয়াড় হামজা, সিলেটে উচ্ছ্বাস

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মার্চ ২০২৫ | ২:৪০ অপরাহ্ণ

    বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে বাংলাদেশে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় দেওয়ান হামজা চৌধুরী। আজ সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিলেট বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পক্ষে।

    হামজার আগমনের খবরে তার গ্রামের বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের সবার মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য অপেক্ষায় আছেন এলাকার লোকজন।

    পুরো স্নানঘাট সেজেছে নানা রূপে। তোরণ, ফেস্টুন ও ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো গ্রাম। হামজাকে স্বাগত জানাতে এসব প্রস্তুতি এলাকার মানুষের।

    দেওয়ান হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামের বাসিন্দা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী ও রাফিয়া চৌধুরী ছেলে। হামজার জন্ম ইংল্যান্ডের লাফবোরো শহরে। খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে। এবার ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

    জানা গেছে, সোমবার গ্রামের বাড়িতে থাকবেন হামজা। মঙ্গলবার ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে তার। আর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলতে ২০ মার্চ দলের সঙ্গে শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন তিনি। আর ২৫ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে শেফিল্ড ইউনাইটেডে খেলা এই মিডফিল্ডারের।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০