- আজ রবিবার
- ৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ আগস্ট ২০২২ | ৪:২১ অপরাহ্ণ
ইরাকের রাজধানী বাগদাদে প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারী ও ইরানপন্থি বিরোধী দলীয় সমর্থকদের মধ্যে সংঘর্ষ অব্যাহত আছে। নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন কয়েকশ মানুষ।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদের বাসিন্দাদের মঙ্গলবার বিরতিহীন গুলি ও বিস্ফোরণের শব্দে ঘুম ভাঙে। সুরক্ষিত গ্রিন জোন যেখানে গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহ ও বিদেশি দূতাবাস অবস্থিত সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরাকের সেনাবাহিনী জানিয়েছে, মিলিশিয়ারা গ্রিন জোনে কয়েকটি রকেট ছুড়েছে। সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হওয়ার পর সেনাবাহিনী সারা দেশে কারফিউ জারি করে। এর ফলে মহাসড়কগুলো কার্যত ফাঁকা রয়েছে।
সোমবার রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়া মুক্তাদা আল সদর সহিংসতা শেষ না হওয়া পর্যন্ত অনশন শুরু করেছেন।