- আজ মঙ্গলবার
- ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ ডিসেম্বর ২০২৪ | ৩:৪৯ অপরাহ্ণ
বাজারে এক সঙ্গে সব পণ্যের দাম কমা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তাঁর মতে, একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। বাজার বিষয়টিই এমন।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, সব জিনিসের দাম এক সঙ্গে কমানো সম্ভব হয় না, মানুষকেও এটা মেনে নিতে হবে। বাজার এমন একটা বিষয়; একটা জিনিসের দাম কমবে, একটা বাড়বে। দাম কমলে সেটা বলা হয় না। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা–দ্রুততা নিশ্চিত করা হচ্ছে।
অর্থ উপদেষ্টা বলেন, সরকার কর্মব্যস্ত জনগণের জন্য কাজ করছে। পণ্যমূল্যের আন্তর্জাতিক বাজার আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের প্রভাব পড়ছে এখন। বাজার স্থিতিশীল আছে।
তিনি বলেন, আলুর দাম নিয়ে কিছু চ্যালেঞ্জ ছিল যা কেটে গেছে। ক্রয় সংক্রান্ত বৈঠকে তেল, মসুর ডাল, এলএনজি কেনার সিদ্ধান্ত হয়েছে, যার প্রভাব বাজারে পড়বে।
অর্থ উপদেষ্টা বলেন, জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে চেষ্টা করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। কিছুদিন পরপরই ক্রয় সংক্রান্ত বৈঠক করা হয়; আমদানি পণ্যের সরবরাহ ঠিক রাখতে; যাতে পণ্যের ঘাটতি না হয়।
বৈঠকে নতুন বছরের বই কেনা প্রসঙ্গেও সিদ্ধান্ত হয়েছে। অর্থ উপদেষ্টা বলেন, নবম–দশম শ্রেণির বই ছাপানোর জন্য অর্থ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী জানুয়ারি মাসের যেকোনো সময়ে বই দেওয়া হবে। তবে সব শ্রেণির বই জানুয়ারি মাসে দেওয়া সম্ভব হবে না।