- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
| ২৮ মে ২০২১ | ১১:২২ অপরাহ্ণ
আগের দুই ম্যাচে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ দল তৃতীয় ম্যাচে নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারেনি। আরেকটু খুলে বললে, প্রথম দুই ম্যাচের চেয়েও বাজে ক্রিকেটের প্রদর্শন ঘটেছে এই ম্যাচে। যার ফলাফল ৯৭ রানের বড় ব্যবধানে পরাজয়, বাংলা ওয়াশের স্বপ্নভঙ্গ এবং সুপার লিগের ১০ পয়েন্ট হাতছাড়া করা।
মিরপুরে টসে হেরে এদিন
ব্যাটিংয়ের পশরা সাজিয়ে বসেছিল টাইগাররা। দলের টপ অর্ডার থেকে মিডল অর্ডার, সিনিয়র থেকে জুনিয়র- কেউই প্রয়োজনে দলের দায়িত্ব কাঁধে তুলে নিতে পারেনি। ম্যাচের ৪৫ বল বাকি রেখেই তাই টাইগারদের সবকটি উইকেট তুলে নেয় শ্রীলঙ্কা। দুশমান্থ চামিরার পাঁচ উইকেট শিকারের দিনে বাংলাদেশ থামে মাত্র ১৮৯ রানে।
এদিন ২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ১ রানে করে ফেরেন এই ম্যাচে সুযোগ পাওয়া নাঈম শেখ। এরপর আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন সাকিব। তামিম ইকবাল ব্যক্তিগত ১৭ রানে চামিরার তৃতীয় শিকার হয়েছেন ডিকওয়েলার হাতে ক্যাচ দিয়ে। টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার পর মোসাদ্দেক হোসেনকে নিয়ে বেশ ভালোই সামাল দিচ্ছিলেন আগের দুই ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিম। তবে ব্যক্তিগত ২৮ রানে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউটে সাজঘরে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
মুশফিক ফিরে গেলেও মাহমুদউল্লাহকে নিয়ে ৩টি চার ও এক ছক্কায় ৬৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মোসাদ্দেক। তবে ৫১ করে তিনিও উইকেট বিলিয়ে আসেন সফরকারীদের হাতে। আফিফ হোসেনও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ রান করে শিকার হন ওয়ানিডু হাসরঙ্গার। এরপর বাংলাদেশের লোয়ার অর্ডার ধ্বসের দায়িত্ব নিজ হাতে তুলে নেন চামিরা। শূন্য রানে ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ও তাসকিন আহমেদকে। পারেননি বোলার শরিফুল ইসলামও। এক ছক্কা হাঁকালেও তাঁর ব্যাট থেকে এসেছে ৮ রান।
৬৭ বলে হাফ সেঞ্চুরি হাঁকানো মাহমুদউল্লাহ বাংলাদেশের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন বিনুরা ফার্নান্দোর বলে স্কুপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এই সিনিয়র ক্রিকেটারের বিদায়ে মাত্র ১৮৯ তে অলআউট হয় স্বাগতিকরা। হাতছাড়া হয়েছে সুপার লিগের মূল্যবান ১০ পয়েন্ট।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |