• আজ বুধবার
    • ১০ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৩শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাণিজ্যমন্ত্রীর অপসারণ চান বাম নেতারা

    বাণিজ্যমন্ত্রীর অপসারণ চান বাম নেতারা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ মে ২০২২ | ৩:৫১ অপরাহ্ণ

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ‘বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ’ হয়েছেন দাবি করে তার অপসারণ চেয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। এসময় তারা কথিত সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে গ্রাম-শহরে সর্বজনীন রেশনিং চালু করারও দাবি জানান।

    আজ মঙ্গলবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানোর দাবিতে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও’ কর্মসূচিতে যাওয়ার আগে এক বিক্ষোভ সমাবেশে বাম নেতারা এসব দাবি করেন।

    বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে যে কারসাজি চলছে তার বিরুদ্ধে ও আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে লড়াই একাকার হয়ে গেছে। এই লড়াইড়ে আমাদের নীতি নিষ্ঠা ভাবে আন্দোলন করে এই সরকারকে হটাতে হবে, ব্যবস্থা বদল করতে হবে।’

    সমাবেশে নেতারা দ্রুত টিসিবি’র দোকান ও ট্রাক সেল আবারও চালুর দাবি জানান।

    প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে বাম গণতান্ত্রিক জোটের নেতারা পল্টন হয়ে বাণিজ্য মন্ত্রণালয় ঘেরাও উদ্দেশ্যে মিছিল নিয়ে গেলে জিরো পয়েন্টে সচিবালয় প্রবেশ মুখে পুলিশ বাধা দেয়। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

    বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক আবদুল সাত্তার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের বজলুর রশীদ ফিরোজসহ অন্যান্যরা।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০