গবেষক দলের প্রধান ট্রিশা গ্রিনহল জানান, ভাসমান জলকণা ছাড়াও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পরার ক্ষমতা রাখে করোনা ভাইরাস।
এ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করা হয় চিকিৎসা বিষয়ক আন্তর্জাতিক সাময়িকী ‘ল্যানসেটে’। এতে বলা হয় বাতাসে করোনা ভাইরাস ছড়ানোর অন্তত ১০টি বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পেয়েছেন তারা।