• আজ বুধবার
    • ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাবরের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই: শহীদ আফ্রিদি

    বাবরের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই: শহীদ আফ্রিদি

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ নভেম্বর ২০২৩ | ৮:৫১ পূর্বাহ্ণ

    চলমান বিশ্বকাপে কঠিন সময় পার করছে পাকিস্তান। শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে তারা। অনেকেই বাবরের কৌশলগত ভুলকে দায়ী করছেন। অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলেছে বাবরের ব্যাটিংয়ে।

    বিশ্বকাপ সাত ম্যাচ খেলে ২১৬ রান করেছেন তিনি। তাতে হতাশা প্রকাশ করেছেন শহীদ আফ্রিদি। সাবেক এই অধিনায়ক মনে করেন, বাবরের মধ্যে ম্যাচ জেতানোর ক্ষমতা নেই।

    আফ্রিদি বলেন, ‘বাবর আজমের রান করা এক জিনিস, আর তার রানে ম্যাচ জেতা ভিন্ন জিনিস। বিরাট কোহলি, লোকেশ রাহুলরা কী করে? তারা নিজের রানও করে এবং নিজের দলকে জিতিয়েও আসে।’

    ‘আমি বাবরের ভক্ত। আমরা বলি বাবর বড় খেলোয়াড়। একবার সেই পর্যায়ে পৌঁছানোর পর পারফরম্যান্স ধরে রাখাটা বড় কঠিন। যখন বাবর ব্যাট করতে নামে, আমাদের সেই অনুভূতি আসা উচিত যে সে ম্যাচ জেতাবে। কিন্তু সেই অনুভূতি আসে না। আমরা জানি যে, সে ৫০-৬০ রান করবে। কিন্তু সেই আস্থা নেই যে, সে আমাদের জন্য ম্যাচ জিতিয়ে আনবে।’

    সাত ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে পাকিস্তান। এখনো সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে তাদের। সেজন্য বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০