- আজ বৃহস্পতিবার
- ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ আগস্ট ২০২২ | ৮:১২ অপরাহ্ণ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচিতে দলীয় প্রধান হিসেবে প্রধানমন্ত্রী যোগ দেওয়ায় সিকিউরিটি টেন্ট (তাঁবু) তৈরি করা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, এত টেন্ট তৈরি করে থাকতে হচ্ছে কেন? বারবার এই কথা বলছেন কেন? আবার সেই ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে।’
আজ সোমবার (২২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপির আয়োজনে ‘দুর্নীতি জ্বালানি সংকটের উৎস’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিগত ১৫, ১৬ বছর ধরে কী দেশ আপনারা চালালেন? আপনারা বলেন যে টেরোরিজমকে উধাও করে দিয়েছেন। সেখান থেকে আবার সেই চিন্তা আসছে কেন?’
মির্জা ফখরুল বলেন, ‘কোথাও কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না, কোথাও যেতে পারবেন না। এমনকি গতকাল (রবিবার) প্রধানমন্ত্রী ধমক দিয়ে বলেছেন, কোন আহ্লাদ নির্বাচন করবেন। অর্থাৎ আপনারা আবার নির্বাচন করার কে?’
সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মূল প্রবন্ধ পাঠ করেন। তিনি বলেন, জ্বালানির দাম ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত অর্থনীতিকে সংকটে ফেলেছে।’
সেমিনারে মূল প্রবন্ধের ওপর বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান। তিনি বলেন, ‘বিশ্বের যেকোনও দেশের সরকার ধনীদের চেয়ে গরিবদের প্রতি বেশি মনযোগী থাকে। গরিবরা যেন সমাজে একটা সুন্দর পরিবেশে বাস করতে পারে তারা সেটা নিশ্চিত করে। এই দায়িত্ব পালন করাই হলো সরকারের কাজ। বাংলাদেশে এটার উল্টোটা করা হয়েছে।’
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই সরকার সুপরিকল্পিতভাবে জাতীয় নীতিমালা তৈরি করেছে। যেখানে জ্বালানি ও বিদ্যুৎকে রাজনৈতিক পণ্য বানিয়েছে। তারা জ্বালানি তেলের দাম বাজার মূল্যে নির্ধারণ না করে পলিটিক্যালি মূল্য নির্ধারণ করেছে। এটা পলিটিক্যাল কমোডিটি হয়ে গেছে।’
সেমিনারে আরও বক্তব্য রাখেন জ্বালানি বিশেষজ্ঞ মোস্তফা কামাল মজুমদার, জাকির হোসাইন খানসহ অনেকে।