• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

    বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ সেপ্টেম্বর ২০২২ | ২:১৯ অপরাহ্ণ

    বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার চরাদি ইউনিয়নের নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন—চরাদি ইউনিয়নের সন্তোষদি গ্রামের বাসিন্দা নাজমুল মল্লিক (২০) এবং একই গ্রামের বাসিন্দা রাব্বি গাজী (২১)। নাজমুল বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র। রাব্বি একটি প্রতিষ্ঠানের সেলসম্যান হিসেবে চাকরি করেন।

    চরাদি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বর লোকমান হোসেন মৃধা জানান, বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে গোমা ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিলো সাগর পরিবহনের একটি বাস। নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নাজমুলদের মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুই জন। তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। বাসটি জব্দ করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০