- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২১ | ৭:২৫ অপরাহ্ণ
রাজধানীর বাজারে পণ্যের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সরকার কয়েকটি পণ্যের দাম নির্ধারণ করে দিলেও মিলছেনা সুফল। পরিস্থিতি সামাল দিতে দাম নির্ধারণ না করে বরং সরবরাহ ও যোগানের পরিমাণ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের।
আর্ন্তজাতিক বাজারে দাম বাড়তির অযুহাতে দেশের বাজারে বাড়েছে সয়াবিন তেলের দাম। এক মাসের ব্যবধানে মান ভেদে ৬ থেকে ১৫ টাকা পর্যন্ত এ পণ্যটির দাম বেড়েছে। মে মাসে তেলের দাম ৯ টাকা দাম বাড়ানোর পর জুনে দাম কমানো হয়। তবে দাম কমানো হলেও ক্রেতাকে মান ভেদে লিটার প্রতি প্রায় দেড়শো টাকা গুনতে হচ্ছে এ পণ্যের জন্য।
অস্থির চিনির বাজারও। আর্ন্তজাতিক বাজারে দাম বাড়ার পর দেশের বাজারেও বাড়তে থাকে পণ্যটির দর। এরপর সরকার দাম নির্ধারণ করে দিলেও প্রভাব পড়েনি বাজারে। আর ধীরে ধীরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে ডালের বাজারও।
বাজার নিয়ন্ত্রণে সরকারের নিয়মিত তদারকি চললেও কোন লাভ হচ্ছে না। অভিযান কিংবা সচেতনতা কার্যক্রম খুব একটা কাজে আসেনি। বিশ্লেষকের মতে, দাম নির্ধারণ করে বাজার সামাল দেয়া যাবে না। বরং সরবরাহ পরিস্থিতি প্রতিনিয়ত স্বাভাবিক রাখার কাজটুকু করত হবে।