- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১৬ জুলাই ২০২১ | ৭:৪৭ পূর্বাহ্ণ
গাজীপুরের কালীগঞ্জে মোবাইলে বাড়ি থেকে ডেকে নিয়ে এনামুল শেখ (২২) নামে এক যুবককে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার জামালপুর ইউনিয়নের মধ্যনারগানা এলাকায়।
বুধবার রাত পৌনে ৯টায় ধানমণ্ডি আমার বাংলাদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত এনামুল শেখ জামালপুর ইউনিয়নের মধ্যনারগানা এলাকার আব্দুল বাতেনের ছেলে।
নিহতের বাবা আব্দুল বাতেন ও মা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে প্রতিবেশী সাইফুলের ছেলে রিফাত এনামুলকে ফোন করে গেমস খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় পার্শ্ববর্তী আওয়ালের দোকানের পেছনে।
তার কিছুক্ষণ পর রিফাতের মামা মাসুদ ও তার সহযোগী বাছির, সাগর, সাইফুল, মোক্তার, আসাদ, শাকিব, দুলাল, রফিকুল, তাহেরসহ অজ্ঞাত ১৫-১৬ জন একটি চাপাতি, রামদা, লোহার রড নিয়ে এনামুলের ওপর অতর্কিত হামলা চালিয়ে দুই হাত, দুই পা ভাঙাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে রক্তাক্ত জখম ও আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে তার অবস্থার অবনতি দেখে ঢাকার ধানমন্ডি আমার বাংলাদেশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত পৌনে ৯টার দিকে মারা যান।
নিহতের পরিবারের লোকজন আরও জানান, তুচ্ছ ঘটনা নিয়ে প্রায় ৫ বছর আগে মাসুদ গংদের সঙ্গে এনামুলের বিরোধ ছিল। পরবর্তীতে বিবাদ ভুলে সবাই একসঙ্গে চলাফেরা করত।
কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান, পুলিশ বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |