- আজ বুধবার
- ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা মহর্রম ১৪৪৭ হিজরি
| ২৬ জুলাই ২০২১ | ১০:৪১ পূর্বাহ্ণ
কক্সবাজারের পেকুয়ার রাজাখালীতে অষ্টম শ্রেণীতে পড়ুয়া মাদরাসা শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ পরবর্তী অপমানে আত্মহননের ঘটনায় জড়িত বখাটেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করতে থানায় লিখিত অভিযোগ দেন বাবা। কিন্তু সেই লিখিত অভিযোগ এজাহার হিসেবে না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীর বাবা।
মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের পর লজ্জায় বিষপানে আত্মহত্যা করেছে মর্মে তিনি (বাবা) যখন লিখিত অভিযোগ নিয়ে পেকুয়া থানায় যান, তখন থানার ওসি (পুলিশ পরিদর্শক-তদন্ত) সেই অভিযোগে মামলা হবে না বলেও সাফ জানিয়ে দেন। এমনকি ওই কর্মকর্তা থানার কম্পিউটার অপারেটরকে ডেকে নির্দেশনা দেন অপমৃত্যু মামলার অভিযোগ লিখে দিতে। এর পর অপমৃত্যুর ওই অভিযোগে তাকে (বাবা) স্বাক্ষর করতে বাধ্য করেন পুলিশ কর্মকর্তা।
গত শনিবার (২৪ জুলাই) রাতে ওই শিক্ষার্থীর জানাজা শেষে লাশ দাফনের পর নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের কাছে পেয়ে এসব অভিযোগ আনেন বাবাসহ পরিবারের সদস্যরা। এ সময় বাবা, মা, ভাইসহ আত্মীয়-স্বজনেরা পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা পাশবিক এই ঘটনায় জড়িত তিন বখাটেকে দ্রুত গ্রেপ্তার এবং থানায় ধর্ষণের মামলা রুজু করতে পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |