- আজ রবিবার
- ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ এপ্রিল ২০২২ | ৪:৩৩ অপরাহ্ণ
শেরপুরের নকলায় গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে নসিমন উল্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে নকলায় গড়ের গাঁও মোড়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পার্শ্ববর্তী উপজেলা তারাকান্দার টিকরামারি এলাকার (ময়মনসিংহ) মৃত উমেদ আলীর ছেলে হারেজ আলী (৫০) ও শামছুল হক (৪৭)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নিহতরা গরু বিক্রি করে নসিমন দিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে নসিমন উল্টে যায়। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। আহত অবস্থায় নসিমন চালক হাসপাতালে ভর্তি আছেন। পুলিশ নসিমনটি আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।