• আজ মঙ্গলবার
    • ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    বিএনপির আন্দোলনে সরকার নামাতে পারবে না: হানিফ

    বিএনপির আন্দোলনে সরকার নামাতে পারবে না: হানিফ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জুলাই ২০২৩ | ৪:৫৬ অপরাহ্ণ

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। দেশী-বিদেশীর প্রভুদের ষড়যন্ত্র এবং বিএনপির আন্দোলনে সরকারের পতন ঘটাতে পারবে না।

    আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে তার বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    হানিফ বলেন, বিএনপির ভরসার জায়গা হচ্ছে ষড়যন্ত্র, আন্দোলন মুখে বলছেন, আর ভিতরে তারা করছেন ষড়যন্ত্র। আওয়ামী লীগ বহু ষড়যন্ত্রের মোকাবেলা করেছে এবং আগামীতেও এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করেই নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভের মাধ্যমে আবারও রাষ্ট্র ক্ষমতায় আসবে।
    তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের আর বেশিদিন বাকি নেই। এ কারণে রাজনৈতিক সকল দল নির্বাচনের প্রস্তুতির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করছে। সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন ডিসেম্বর অথবা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

    তিনি আরও বলেন, ২০১২ সাল থেকে বিএনপি আন্দোলন করে আসছে। বিএনপি আর জামায়াত মুদ্রার এপিট ওপিট। নেতারা বলছেন, জামায়াতের নেতাকর্মীরা তাদের সঙ্গে কোন সম্পর্ক নেই। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

    এসময় কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১