• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৮ই সফর ১৪৪৭ হিজরি

    বিএনপির আমলে গুম হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির আমলে গুম হওয়া ব্যক্তিদের তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ ডিসেম্বর ২০২২ | ১:৪৩ অপরাহ্ণ

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বিএনপির আমলে গুম হওয়া ব্যক্তিদের তালিকা তৈরী করা হচ্ছে। তিনি বলেছেন, ‘ওই সময়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করা হয়েছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল, গুম হয়েছিল। সেগুলোর আমরা একটা রিপোর্ট তৈরি করছি।’

    আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    তিনি বলেন, আমরা কিন্তু একটা স্টেপ নিচ্ছি, যে- বিএনপির সময়ে হাজার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। বিচারহীনভাবে হত্যা করা হয়েছে। তাদের একটি তালিকা তৈরি করছি এবং এটি একটি গণদাবিতে পরিণত হয়েছে।

    থার্টিফার্স্ট নাইটের নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আতশবাজি কিংবা পটকা ফোটানো যাবে না। রাস্তায় বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো অনুষ্ঠান করা যাবে না। পুলিশের অনুমতি নিয়ে অনুষ্ঠান করা যাবে। তবে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নয়। বারগুলো ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১