- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৩ | ৫:১৫ অপরাহ্ণ
বিএনপির পাশাপাশি একদফা কর্মসূচিতে সহমত পোষণ করেছে দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণঅধিকার পরিষদ। অন্য সঙ্গীরাও পৃথক সংবাদ সম্মেলন করে ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘একদফা’ কর্মসূচিতে সম্মতির কথা জানান নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সম্মিলিত আন্দোলন করে এ সরকারের পতন ঘটাতে হবে।
সুতরাং আমরা গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বিএনপির এক দফার সঙ্গে সহমত পোষণ করছি। এসময় গণঅধিকারের নতুন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।