- আজ মঙ্গলবার
- ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ জুলাই ২০২৩ | ৫:৩৯ অপরাহ্ণ
বিএনপির এক দফা বেলুন ফোটার মতোই ফুটে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বুধবার (১২ জুলাই) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি ২০১৩ সালে এক দফা ঘোষণা করেছিল, ২০১৪ সালেও করেছিল। ২০১৫ সালে করেছিল। ২০১৯ সালেও এক দফা ঘোষণা করেছিল। কয়েকদিন আগেও এক দফা ঘোষণা করেছে। তাদের এক দফা বেলুন ফোটার মতো ফুটে গেছে।’
তথ্যমন্ত্রী বলেন, ‘ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ইসরায়েলিদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ইসরায়েলের সঙ্গে বৈঠক করেছেন।’
বিএনপিকে ‘ইসরায়েলের চর’ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমরাও এক দফা ঘোষণা করছি, আমাদের এক দফা হচ্ছে ইসরায়েলিদের চর, মানুষ হত্যাকারী, মানুষের ওপর পেট্রোল বোমা নিক্ষেপকারীদের রাজনীতি থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ।’
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আজকে পাগলা কুকুরের মতো হয়ে গেছে। তাই ‘সবাইকে সমস্ত কিছুর জন্য’ প্রস্তুত থাকতে হবে।