• আজ মঙ্গলবার
    • ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করছে: শ ম রেজাউল

    গাজীপুর টিভি ডেস্ক | ২৭ জানুয়ারি ২০২২ | ৪:০৬ অপরাহ্ণ

    আওয়ামী লীগের বিরোধীতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

    বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) দুই দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে নির্বাচন কমিশনার নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতার মধ্য দিয়ে নির্বচন কমিশন গঠন করা হবে।

    এছাড়া শাবিপ্রবি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার মেনে নেবে এমন আশা প্রকাশ করে মন্ত্রী জানান, অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে কেউ কেউ রাজনৈতিক সুবিধা নিতে চায়, এমন কিছু ঘটে থাকলে সে বিষয়েও ব্যবস্থা নেয়া হবে।

    বিএলআরআইয়ের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১