• আজ সোমবার
    • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি

    বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল: হানিফ

    বিএনপি এ দেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল: হানিফ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ আগস্ট ২০২৩ | ৬:২২ অপরাহ্ণ

    আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লঙ্ঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তাই তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

    বৃহস্পতিবার সকালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ১৯৮১ সালে শেখ হাসিনা যখন দেশে এসেছিলেন তখন তার বাবা-মায়ের দোয়া-মাহফিলের জন্যও তাকে বাসভবনে ঢুকতে দেয়নি জিয়াউর রহমান। ঐ সময় এতটাই নিষ্ঠুর আচরণ করেছিলেন জিয়াউর রহমান।

    তিনি বলেন, এখন বিএনপি নেতারা গণতন্ত্রের কথা বলেন, মানবতার কথা বলেন, তখন কোথায় ছিলো এই মানবতা ও গণতন্ত্র। তাই বিএনপি নেতাদের মুখে আইনের শাসন এবং গণতন্ত্র ও মানবতার কথা মানায় না।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নামক দলটি কথায় কথায় বলে, আইনের শাসন লঙ্ঘন করছে এই সরকার। বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে বিএনপিই আইনের শাসন লঙ্ঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এখন মির্জা ফখরুল সাহেবরা মানবাধিকারের দোহাই দিয়ে কান্নাকাটি করছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১