- আজ শুক্রবার
- ১৬ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মে ২০২৫ | ৫:০২ অপরাহ্ণ
রাজধানীতে আজকের যানজট ছিল অন্যান্য দিনের চেয়ে একটু বেশি। ট্রাফিক পুলিশ জানায়, দুই রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে আজকের এ যানজট।
বুধবার (২৮ মে) সকালে পল্টন ও শাহবাগ এলাকা থেকে ধীরে ধীরে এ যানজট শুরু হয়, যা দুপুর ১টার তীব্র আকার ধারণ করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ জানিয়েছে, দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচির কারণে নগরীর প্রধান সড়কগুলোতে যান চলাচল থমকে আছে।
সকাল ১০টার দিকে প্রেসক্লাব মোড়, জিরো পয়েন্ট, দৈনিক বাংলা মোড়, বিজয়নগর, নাইটিঙ্গেল এবং মতিঝিলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। একসময় যানজটে অতিষ্ট হয়ে সাধারণ মানুষরা গাড়ি থেকে নেমে হেটেই গন্তব্যের উদ্দেশে রওনা হন।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তির পর হঠাৎ করে শাহবাগ এলাকায় দলটির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সকাল সাড়ে ৮টার পর থেকে তাদের অবস্থানকে কেন্দ্র করে শাহবাগ মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার আজ বেলা পৌনে একটার দিকে বলেন, রাজধানীতে আজ বিএনপির তিন সংগঠনের তারুণ্যের সমাবেশ আছে। সেখানে কয়েক লাখ লোক আসার কথা। এ জন্য গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা থেকে বাসে করে নেতা-কর্মীরা রাজধানীতে আসছেন। নগরীর আশপাশ থেকেও বাস ভর্তি করে লোকজন আসছেন। শুধু মিরপুর ও উত্তরার কিছু অংশ বাদ দিয়ে পুরো নগরেই আজ যানজট।
মো. সরওয়ার বলেন, আজ সকালে জামায়াতের নেতা আজহারুল ইসলামের মুক্তির পর শাহবাগে বিপুলসংখ্যক লোক জড়ো হন। তখন সেখানে যানজট শুরু হয়। এটাই যানজটের শুরু। এরপর তারুণ্যের সমাবেশ ঘিরে তা আরও বেড়েছে। দুই রাজনৈতিক সমাবেশের কারণেই এত যানজট আজ নগরে।