• আজ মঙ্গলবার
    • ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২রা সফর ১৪৪৭ হিজরি

    বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে: মঈন খান

    বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে: মঈন খান

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৩ | ৫:২৫ অপরাহ্ণ

    ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আন্দোলন করলে সেটা জায়েজ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেন, বিএনপি কারও সঙ্গে রাজনীতি করলে সেটা অন্যায় হয়। ২০০১ সালের আগে আমাদের জামায়াতের সঙ্গে একটা নির্বাচনী জোট ছিল। সেটা ছিল অঙ্কের বিষয়।

    শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। স্বাধীনতা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নতুন সংগঠনটি।

    মঈন খান বলেন, বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সব শ্রেণির মানুষ ধর্ম-বর্ণ উপজাতি বাঙালি সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদের রাজনীতি গঠন করেছিলেন। তিনি বিশ্বের বুকে সেটাই প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা আজ সেটার পরিচয় দিতে গর্ববোধ করি।

    তিনি বলেন, সংবিধানের জন্য মানুষ নয়, দেশের মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ যা চাইবে সেভাবে সংবিধান তৈরি হবে। বাংলাদেশের মানুষ চাইলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান কোনো বাইবেল নয়। মানুষের কল্যাণের জন্যই সংবিধান সৃষ্টি হয়েছিল। সংবিধান মারাত্মকভাবে পরিবর্তন করেছিল এই আওয়ামী লীগ। আওয়ামী লীগ কি ভুলে গেছে, তারা সংসদের ভেতরে ১১ মিনিটে সংবিধান পরিবর্তন করে বাকশাল কায়েম করেছিল। আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে না।

    আওয়ামী লীগ জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে।

    জনগণের চাহিদার ভিত্তিতে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিল উল্লেখ করে মঈন খান বলেন, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এ সরকারের প্রতি মানুষের আস্থা নেই। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে জনগণ কাকে ভোট দেবে। আর সেটা বুঝে সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য, মানুষের আস্থার জন্য সংবিধান একবার কেন, প্রয়োজনে ১০ বার পরিবর্তন করতে হবে।

    বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে বলে উল্লেখ করেন তিনি।

    স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন ইমনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১