- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৩ | ৬:২৮ অপরাহ্ণ
বিএনপি-জামায়াত সন্ত্রাস করতে আসলে আমরা কেবল হাত ভেঙে দেব না, হাত পুড়িয়ে দেব। এ কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নড়াইলে জেলা আ.লীগের কার্যালয়ে আগামী ১৩ নভেম্বর খুলনায় শেখ হাসিনার জনসভা সফল করতে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।
তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করেছে। পেট্রলবোমা মেরেছে। রাস্তাঘাটে বেরিকেড সৃষ্টি করেছে, গাছ কেটে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে। পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে। বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি, সিএনজি ধ্বংস করেছে, আগুন দিয়েছে, ক্ষতি করেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবার সন্ত্রাস শুরু করেছে।
এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা, সদস্য নির্মল চট্টোপাধ্যয়, নড়াইল-১ আসনের এমপি কবিরুল হক মুক্তি।
আওয়ামী লীগের সভাপতি এড সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় বর্ধিত সভায় বিভিন্ন ইউনিটের সভাপতি বক্তব্য রাখেন।