• আজ সোমবার
    • ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই জিলকদ ১৪৪৬ হিজরি

    ‘বিএনপি নির্বাচনে যোগ দিলে আমি সেই নির্বাচনে অংশ নেবো’

    ‘বিএনপি নির্বাচনে যোগ দিলে আমি সেই নির্বাচনে অংশ নেবো’

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ নভেম্বর ২০২৩ | ৭:৩২ অপরাহ্ণ

    আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় বিএনপির নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যোগ দিলে আমি সেই নির্বাচনে অংশ নেবো।’

    হাফিজউদ্দিন আহমেদ নতুন দলে যোগ দিতে যাচ্ছেন- ক্ষমতাসীন দলের নেতাদের এমন মন্তব্যের বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ কোনো মন্তব্য করতে রাজি হননি। একইসঙ্গে তিনি জানান, বিএনপি নির্বাচনে যোগ দিলে তিনি তাতে অংশ নেবেন।

    বিএনপির এই বর্ষীয়াণ নেতা মঙ্গলবার সাংবাদিকদের কাছে এমন অভিমত ব্যক্ত করেন। তিনি জানান, তিনি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাবেন।

    হাফিজউদ্দিন আহমেদ নতুন দলে যোগ দিতে যাচ্ছেন- ক্ষমতাসীন দলের নেতাদের এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে বিএনপির এই নেতা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    তিনি বলেন, ‘শুধু বলতে পারি যে আমি রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি…। আমি শারীরিকভাবে অসুস্থ। এই মুহূর্তে রাজনীতি নিয়ে ভাবছি না। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। সেখানে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করব।’

    ৭৯ বছর বয়সী হাফিজউদ্দিন আহমেদ স্বাস্থ্যগত নানা জটিলতায় দুই মাস আগে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিয়েছেন।

    সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রথম সামরিক ব্রিগেড ‘জেড ফোর্সের’ অধীনে যুদ্ধ করেন।

    সাহসিকতার জন্য তিনি বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বীরত্ব পুরস্কার বীর বিক্রমে ভূষিত হন।

    সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের পর তিনি রাজনীতিতে যোগ দেন এবং ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি গঠিত সরকারে তিনি পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। হাফিজ‌উদ্দিন এক দশকেরও বেশি সময় ধরে বিএনপির ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন। ২০১৫ সালের ১৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

    হাফিজউদ্দিন আহমেদ পরে এক সংবাদ সম্মেলনে নোটিশে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো অসত্য বলে উল্লেখ করেন। বলেন, ‘পার্টির নোটিশের ভাষা আক্রমণাত্মক এবং তা সৌজন্য ও প্রটোকলবিরোধী। এ ধরনের নোটিশ জারি করায় আমি অপমানিত বোধ করেছি।’

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১