- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ মার্চ ২০২২ | ৫:২৬ অপরাহ্ণ
বিএনপি রাজনীতির সূত্র জানে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। তিনি বলেন, ‘উনারা সূত্র জানে না বলেই অংক মিলাতে পারছেন না। রাজনীতির একটি সূত্র আছে। যে মানুষ নিয়ে রাজনীতি, সে মানুষকেই তারা পেট্রোল বোমা দিয়ে পোড়াচ্ছে। এর ফল আজ বিএনপিকে ভোগ করতে হচ্ছে।’
আজ রবিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় পার্টি আয়োজিত ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ৫১তম স্বাধীনতা দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাজাহান খান বলেন, ‘বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে তারা কার সঙ্গে জাতীয় ঐক্য চায়? জাতীয় ঐক্যের ভিত্তি কী? যারা রাজাকার, আলবদর, যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, তাদের সঙ্গে ঐক্য হবে কী করে?’
তিনি বলেন, ‘আপনারা রাজাকার, আলবদরকে নিয়ে থাকেন। ২০০৬ সালের ৪ জুন পল্টন ময়দানে জামায়াতের মঞ্চে বসে বিএনপির নেতারা এবং তারেক রহমান বক্তৃতা দিয়েছিলেন—জামায়েত, বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কীভাবে মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের ঐক্য হয়, সেইটা প্রশ্ন।’
সাবেক এই নৌমন্ত্রী বলেন, ‘আপনারা নির্বাচন হতে দেবেন না বলে বহুবার চেষ্টা করেছেন। নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলেও বিগত নির্বাচনে অংশগ্রহণ করলেন। সংসদে যাবেন না কিন্তু গেলেন। শপথ নেবেন না, নিলেন। সংসদে অবস্থান করছেন। বিএনপি, জামায়াত এবং অন্য যারা এক সূত্রে আছেন সেটা নিয়ে আপনারা থাকেন।’
জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সভাপতির বক্তব্যে বলেন, ‘আজ রাস্তায় অনেক যানজট ছিল। চারপাশে এত গাড়ি, ট্রাক, লড়ি, পিক-আপ। কিন্তু তাতে আমি বিরক্ত হই না। কারণ এগুলো প্রমাণ করে দেশে অর্থনীতির চাকা চলছে।’
আলোচনা সভায় আরও ছিলেন জাতীয় পার্টির অন্যান্য নেতারা।