• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বিক্ষোভে যোগ দিতে গাজীপুরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

    বিক্ষোভে যোগ দিতে গাজীপুরে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২:২২ অপরাহ্ণ

    গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ি মাঠে ডাকা বিক্ষোভ সমাবেশে যোগ দিতে জড়ো হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

    শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে হামলার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা ঘটনাস্থলে গেলে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

    এই হামলায় প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার দাবি জানান তারা। অপরদিকে, হামলায় আহত শিক্ষার্থীদের খোঁজখবর নিতে রাতেই গাজীপুরে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোঁজখবর নেন তারা।

    এদিকে হামলার প্রতিবাদে আজ গাজীপুর জেলা শহরের রাজবাড়ি মাঠে বিশাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। সমাবেশ ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী ও জনতা জড়ো হচ্ছেন। দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ্ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় অন্যান্য নেতারা উপস্থিত হওয়ার কথা রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১