- আজ মঙ্গলবার
- ৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৪শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ ডিসেম্বর ২০২৪ | ১:১১ অপরাহ্ণ
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে কনসার্টের আয়োজন করা হবে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন এই কনসার্টের আয়োজন করবে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশানে উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, ‘বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। বাংলাদেশ স্বাধীন হয়েছে দিল্লির আনুগত্য করার জন্য নয়। আমরা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে চাই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, রাশিদুজ্জামান মিল্লাত, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, এহসান মাহমুদ ও জাহিদ রনি।