• আজ শনিবার
    • ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি

    বিদেশি ক্রিকেটারদের নিয়ে কঠোর সিদ্ধান্ত আইপিএল কর্তৃপক্ষের

    বিদেশি ক্রিকেটারদের নিয়ে কঠোর সিদ্ধান্ত আইপিএল কর্তৃপক্ষের

    গাজীপুর টিভি ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৪ | ২:৩০ অপরাহ্ণ

    ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) মানেই বিদেশি ক্রিকেটারদের ছড়াছড়ি। বিশ্বের নামি-দামি অধিকাংশ ক্রিকেটাদের দেখা যায় এই লিগে। তবে, জাতীয় দলের ব্যস্ততাসহ ব্যক্তিগত কারণে নিলামে দল পাওয়ার পরও নাম সরিয়ে নেওয়ার বেশ কয়েকটি ঘটনা রয়েছে। যা বিপাকে ফেলছে ফ্র্যাঞ্চাইজিগুলোকে। বিষয়টি সমাধানে এবার কঠোর ব্যবস্থা সিদ্ধান্ত নিল আইপিএল কর্তৃপক্ষ।

    মূলত ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধের প্রেক্ষিতেই এমন নিয়ম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল গভর্নিং কাউন্সিলকে জুলাইয়ে অনুরোধ করেছিল দশটি ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে দেরিতে এই ধরনের নাম প্রত্যাহার ভীষণ বিপদে ফেলে দলগুলোকে। সেই দিকটি বিবেচনায় নিয়ে এখন থেকে নিজেদের সরিয়ে নিতে হলে বৈধ ও যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করতে হবে ক্রিকেটারদের। নাহলে নিষেধাজ্ঞায় পড়তে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

    এই বিষয়ে নতুন আইনে বলা হয়েছে, ‘যেকোনো খেলোয়াড়, যিনি নিলামের জন্য নিবন্ধন করেছেন এবং নিলামে বিক্রি হয়েছেন; কিন্তু মৌসুম শুরুর আগে নিজেকে সরিয়ে নিয়েছেন, তিনি দুই মৌসুমের জন্য আইপিএল বা আইপিএল নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। গভর্নিং কাউন্সিল বলেছে, আঘাত বা চিকিৎসার ক্ষেত্রে ব্যতিক্রম হবে। সেটিও ওই খেলোয়াড়ের দেশের বোর্ড দ্বারা নিশ্চিত করতে হবে।’

    এছাড়া আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ ফি চালু করা হয়েছে। প্রতিটি খেলোয়াড় প্রতি ম্যাচে ৭.৫ লাখ রুপি ম্যাচ ফি পাবে। এটি তাদের চুক্তিবদ্ধ অর্থের অতিরিক্ত থাকবে। যা ক্রিকেটারদের জন্য বেশ আনন্দের খবর। এর ফলে পুরো আসর খেলা ক্রিকেটার এক কোটি রুপির বেশি অর্থ শুধু ম্যাচ ফি বাবদ পাবেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১