- আজ শুক্রবার
- ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ অক্টোবর ২০২৩ | ৭:২০ অপরাহ্ণ
হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। হামাসের হামলায় ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। অপরদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮০০ জনেরও বেশি দাঁড়িয়েছে।
মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, গাজা উপত্যকায় ৮০০ জনেরও বেশি মানুষ ইসরায়েলের পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৩শ মানুষ।
গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে হাসপাতালগুলোয় সেবা দিয়ে যাওয়া বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বলছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
সেইসাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তারা গাজা উপত্যকা জুড়ে ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিচ্ছে।
সূত্র: বিবিসি