- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৭:০৬ অপরাহ্ণ
ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে ভারতের আসামের গুয়াহাটি গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল চারটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার ফ্লাইট বিজি-৯৩৯৩ যোগে ঢাকা ত্যাগ করেন বাংলাদেশ দলের সদস্যরা।
এ সময় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় ক্রিকেট দল ও টিম ম্যানেজমেন্টকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জে ক্রিকেটারদের অংশগ্রহণে কেক কাটা হয়। ক্রিকেটার, কোচ এবং টিম ম্যানেজমেন্টকে বিমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। এসময় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য কামনা করেন তিনি। পরে আসামের গুয়াহাটির উদ্দেশে যাত্রার জন্য ক্রিকেটারদের বিদায় জানান।