- আজ শনিবার
- ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৫ সেপ্টেম্বর ২০২১ | ১০:২৩ পূর্বাহ্ণ
খুব দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব বসানোর আশ্বাস দিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ। জানান, ল্যাব বসাতে যেসব প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে তাদের যাচাই-বাছাই চলছে।
বাংলাদেশ থেকে কেউ সংযুক্ত আরব আমিরাত যেতে চাইলে তাকে দুটো টেস্ট করার নিয়ম বেঁধে দিয়েছে দেশটির সরকার। একটি টেস্ট যাত্রার ৪৮ ঘণ্টা আগে আরেকটি ছয় ঘণ্টা। দ্বিতীয় টেস্টটি করাতে হবে বিমানবন্দর থেকে। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব না থাকায় আটকা পড়েছেন বহু প্রবাসী।
এদের অনেকেই প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান ভবনে বিক্ষোভ করেছেন। তারা বলছেন নেপাল, শ্রীলঙ্কা, উগান্ডার মতো দেশ বিমানবন্দরে ল্যাব স্থাপন করতে পারলে বাংলাদেশ এখনও কেন পারছে না।
প্রবাসীকল্যাণ ভবনে বিক্ষোভের এক পর্যায়ে আন্দোলনকারীদের সাথে বৈঠক করেন মন্ত্রী। বৈঠক শেষে তিনি জানান, সাতটি প্রতিষ্ঠান ল্যাব বসানোর ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।