• আজ সোমবার
    • ১২ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৬শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৫শে জিলকদ ১৪৪৬ হিজরি

    বিয়ে ছাড়াই ‘বাবা’ হতে চান সালমান

    বিয়ে ছাড়াই ‘বাবা’ হতে চান সালমান

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ৩:১৯ অপরাহ্ণ

    বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে বিভিন্ন সময় বহু অভিনেত্রীর নাম জড়িয়েছে। তবে ইন্ডাস্ট্রিতে তিনি এখনো চিরকুমার হিসেবেই পরিচিত। অনুরাগীরা আশা করছেন, এক দিন হয়তো বিয়ে করবেন তিনি।

    তবে সালমান খানের দৃঢ় অবস্থান, বিয়ে নিয়ে তার কোনো পরিকল্পনা নেই। একাধিক সাক্ষাৎকারে সালমান এ বিষয়ে কথা বলেছেন। তবে বিয়ে না করলেও, বাবা হওয়ার জন্য এখনো সময় রয়েছে বলে জানিয়েছেন বলিউড সুপারস্টার।

    সম্প্রতি ভাতিজা আরহান খানের পডকাস্টে গিয়ে এমনটাই জানান বলিউডের এ ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’। এ সময় আরহানের সঙ্গে তার আরও দুই বন্ধু উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুর দিকে সালমান মজা করে প্রশ্ন করেন, এই পডকাস্ট করে কী হবে? তখন আরহানের দুই বন্ধু জানান, ভবিষ্যতে তাদের সন্তানেরা এই কথোপকথন দেখবে। এই কথায় অভিনেতা নিজের সন্তানের সম্ভাবনা নিয়েও মন্তব্য করেন।

    অভিনেতা বলেন, তোমাদের বাবা হওয়ার এখনো দেরি আছে। আমারও সময় আছে। খানিকটা বেশিই আছে।

    অভিনেতার এমন কথা শুনে আরহান ও তার বন্ধুরা একটু অবাক-ই হন।

    গত ডিসেম্বরে সালমান ৫৯ বছর পূর্ণ করেছেন। তবে তিনি নিজেকে সবসময় যুবকই দাবি করেন।

    বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফসহ বহু নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল সালমান খানের। কিন্তু শেষ পর্যন্ত কারো সঙ্গেই সংসার পাতেননি এই অভিনেতা।

    বেশকিছু দিন ধরে বলিপাড়ায় গুঞ্জন চলছে, সালমান নাকি বর্তমানে ইউলিয়া ভান্তুরের সঙ্গে প্রেম করছেন। তবে এ নিয়ে ভাইজান বা ইউলিয়া- মুখ খোলেননি কেউই। যদিও সালমানের বাড়ির যে কোনো অনুষ্ঠানে হাজির থাকেন রোমানিয়ান এই মডেল। সালমান খানের বাবা সেলিম খানকে নিজের বাবার মতোই মনে করেন ইউলিয়া। নিজের ক্যারিয়ারের সাফল্যের জন্য সেলিম খানের প্রতি কৃতজ্ঞতা জানাতেও দেখা গেছে তাকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১