- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
| ০৮ জুলাই ২০২১ | ৯:০০ পূর্বাহ্ণ
বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
কাজীবাড়ির শহিদুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া মো. ফাহিমের (৪৫), কন্যা বর্ষার বিয়ের আয়োজন করা হয়। দেশে কঠোর লকডাউন চলমান অবস্থায় বিয়ের আয়োজন করার সংবাদ পেয়ে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ এলাহি সেখানে যান।
তিনি ঘটনাস্থলে পৌঁছে বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং দেশে কঠোর লকডাউনের ভিতরে বিয়ের আয়োজন করায় কনের পিতা মো. ফাহিমকে (৪৫) ১০ হাজার টাকা এবং বাড়ির মালিক মো. শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
বিয়ের জন্য প্রস্তুতকৃত খাবার এরশাদ নগর এলাকায় একটি এতিমখানায় এতিম শিশুদের মধ্যে বন্টন করে দেন ম্যাজিস্ট্রেট।