- আজ রবিবার
- ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২৩ | ৭:২৩ অপরাহ্ণ
চলতি বিশ্বকাপে ভরাডুবি হয়েছে দুটি দলের। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং বাংলাদেশের। এখন পর্যন্ত সেমির রেস থেকে ছিটকে যাওয়া দল তারাই। টিম টাইগার্সের ব্যর্থতার দায় নিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, যাকে ঘিরে অভিযোগের অন্ত নেই দেশের ক্রিকেট বোদ্ধা ও ভক্তদের মাঝে। উঠেছে তার পদত্যাগের দাবি। তবে নিজ থেকে এমনটা করছেন না তিনি। বরং বিশ্বকাপের পর শুরু করতে যাচ্ছেন আসল কাজ।
রবিবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে হাথুরু বলেছেন, ‘হ্যাঁ, আমি এই (দলের ব্যর্থতার) দায় নিব, কারণ আমরা শুধু সমর্থকদের না, নিজেদেরকেও হতাশ করেছি। আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমার মনে হয়, অতিরিক্ত প্রত্যাশার চাপ আমাদেরকে নিচে নামিয়ে দিয়েছে। আমরা কোথায় ভুল করেছিল সেটা বের করতে হবে। আমি কোচ হিসেবে থাকতে চাই। যদিও বিষয়টি পুরোপুরি আমার ওপর নয়, সিদ্ধান্ত নেবে বোর্ড।’
তিনি আরও বলেছেন, ‘আমি মাত্র ৭ মাস হলো দায়িত্ব নিয়েছি। ৭ মাসে কিছুই করতে পারিনি। দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |