• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

    বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ মে ২০২৪ | ৮:৪৮ অপরাহ্ণ

    টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিবেন বাংলাদেশ ক্রিকেট দল। বুধবার (১৫ মে) রাতে ফ্লাইটে উঠবেন ক্রিকেটাররা। এর আগে বিশ্বকাপকে সামনে রেখে মিরপুরে অনুষ্ঠিত হয় বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশন। এরইমধ্যে সুখবর পেলেন সাকিব আল হাসান।

    আইসিসির সর্বশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় সবার ওপরে আছেন সাকিব। ২২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তিনি। এখানে অবশ্য, তাকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হচ্ছে শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙার সঙ্গে। তার রেটিংও সাকিবের সমান ২২৮। তবে, তালিকায় হাসারাঙা আছেন সাকিবের পর।

    গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের ফটোসেশন নিয়ে হয়েছিল বিতর্ক। বিতর্কের কেন্দ্রে ছিলেন সাকিব। বিজ্ঞাপন শেষ করে তড়িঘড়ি করে ফটোসেশনে যোগ দিয়েছিলেন তিনি। যাতে হয়েছিল অনেক সমালোচনা। এবার তার পুনরাবৃত্তি হয়নি। সাকিবকে বরং দেখা গিয়েছে বেশ হাসিখুশি ঢংয়ে। মাঠেও সবার সঙ্গে ছিলেন স্বতঃস্ফূর্ত। ফটোসেশনের আগে বাকি ক্রিকেটারদের সঙ্গে খুনসুঁটিতে মাততে দেখা যায় তাকে।

    অভিজ্ঞতার বিচারে বাংলাদেশে সবার চেয়ে এগিয়ে সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপের এটি নবম আসর, সাকিবেরও। আগের আট আসরের সবগুলোতে লাল-সবুজের জার্সিতে দলের সঙ্গে ছিলেন তিনি।

    পক্ষান্তরে, বাংলাদেশ দলে আছেন বেশ কয়েকজন তরুণ, যারা এবারই প্রথম বিশ্বকাপে অংশ নিচ্ছেন। গত বিশ্বকাপের স্কোয়াডে থাকা ছয়জন নেই এবারের আসরে। অন্যদিকে, বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডে ঠিক ছয়জনের এটিই হতে চলেছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০