- আজ শুক্রবার
- ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ৫:২৬ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে এতোদিন দায়িত্ব পালন করছিলেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে সেই পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তার জায়গায় বিশ্বকাপে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করবেন রাবিদ ইমাম। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
নানা নাটকীয়তার পর অবশেষে বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। তবে তার আগেই জানা যায়, তামিম ইকবালের বাদ পড়ার খবর। একই দিনে জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে টিম ম্যানেজারের দায়িত্বে থাকা সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকেও। তামিম ইকবালের বড় ভাই এবং বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়ের অন্যতম এই নায়ককেও ছাড়তে হয়েছে দায়িত্ব।
নাফিস ইকবালের জায়গায় ভারত বিশ্বকাপে রাবিদ ইমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করবেন। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগেও দলের টিম ম্যানেজারের ভূমিকায় ছিলেন রাবিদ ইমাম।
গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি। তবে মঙ্গলবার বিসিবি তাকে সেই পদ থেকে সরিয়ে দেয়।
বাংলাদেশের টিম ম্যানেজার থাকছেন না জানার পর নাফিস বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ম্যাচ চলাকালে দল ছেড়ে চলে যান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |