- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ নভেম্বর ২০২২ | ১:৫৪ অপরাহ্ণ
দুটি বড় উপলক্ষ্যকে সামনে রেখে আজ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় সৌদি আরবের বিপক্ষে মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। দুটি বড় উপলক্ষ্যের একটি, ইতালির বিশ্বরেকর্ড নিজেদের করে নেওয়া। দ্বিতীয়টি, ৩৬ বছর পর আরও একবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।
আপাতদৃষ্টিতে, সে লক্ষ্যে বহু দূরের। আর্জেন্টিনার মন তাই সৌদি আরব ম্যাচকে ঘিরে। যে ম্যাচ জিতলে ইতালির বিশ্বরেকর্ডে ভাগ বসাবে আলবিসেলেস্তেরা।
টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারে পা রেখেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক ফুটবলে একটানা সবচেয়ে বেশি ৩৭ ম্যাচ না হারার রেকর্ডটি ইতালির। আজ সি গ্রুপের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে না হারলেই আজ্জুরিদের ছুঁয়ে ফেলবে আর্জেন্টিনা। এরপর মেক্সিকোর বিপক্ষে অপরাজিত থাকলেই ইতিহাসের পাতায় নাম তুলবেন মেসির দল। গড়বে বিশ্বরেকর্ড।