- আজ শনিবার
- ১০ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৪শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৭ জুন ২০২১ | ১২:১৪ অপরাহ্ণ
ক্রিকেট কিংবা ফুটবল— যে খেলাই হোক না কেন, ভারত-বাংলাদেশ লড়াই সব সময়ই অন্য রকম আবহ ছড়ায় দুই দেশের ক্রীড়াপ্রেমী মানুষের মধ্যে।
বাংলাদেশ সময় আজ রাত আটটায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে ফের ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবছর পর একই টুর্নামেন্টে আবার তাদের মুখোমুখি হতে যাচ্ছেন জামাল ভূঁইয়ারা।
আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে ঠেকিয়ে দিয়ে বেশ চাঙ্গা বাংলাদেশ।
ভারত-বাংলাদেশ ফুটবলে ইতিহাস পর্যালোচনা করলে সাফল্যের পাল্লা ভারতের দিকে হেলে থাকলেও বাংলাদেশ কিন্তু কখনোই হারার আগে হেরে যায়নি।
২০০৯ সালের পর আন্তর্জাতিক ফুটবলে ভারত বাংলাদেশকে হারাতে পারেনি।
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে পাঁচ দলের পয়েন্ট টেবিলের তলানিতে বাংলাদেশ। সমানসংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে ভারত।