• আজ রবিবার
    • ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশিত হতে নিষেধ করলেন শান্ত

    বিশ্বকাপ নিয়ে বেশি প্রত্যাশিত হতে নিষেধ করলেন শান্ত

    গাজীপুর টিভি ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৪ | ৭:২৬ অপরাহ্ণ

    ভারতে অনেক প্রত্যাশা নিয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ দল। তবে বিশ্বকাপে বাজে পারফর্ম করে সমালোচনার মুখে পরে টাইগাররা। এদিকে আর দুই মাসের কম সময় পরই শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর বিশ্বকাপ এলেই সমর্থকদের অনেক আশা দেখায় বাংলাদেশ। তবে এবার তাই সমর্থকদের প্রত্যাশা করতেই মানা করছেন নাজমুল হোসেন শান্ত।

    আইপিএলের পরই যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে গ্রুপ ‘ডি’-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ। পরের রাউন্ডে যেতেই অনেক চড়াই-উতরাই পার হতে হবে বাংলাদেশ দলকে। বাংলাদেশের অধিনায়ক আশা হারাচ্ছেন না। তবে দলকে নিয়ে বেশি প্রত্যাশা করতে মানাও করলেন তিনি।

    রাজধানীর এক অনুষ্ঠানে শান্ত বলেন, ‘প্রত্যেক বিশ্বকাপের আগে দেখি অনেক প্রত্যাশা। এটা করব, সেটা করব, অনেক কথাবার্তা হয়। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, এই প্রত্যাশা খুব একটা করার দরকার নেই।

    নাজমুল হোসেন শান্তর চাওয়া, প্রত্যাশাগুলো সকলের মনেই থাকুক। বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘প্রত্যাশা মনের ভেতরেই থাক। বাংলাদেশ দল কী চায় আপনারাও জানেন, আমরাও জানি। সবাই চায় আমরা অনেক বড় কিছু করি। কিন্তু এটা নিয়ে খুব বেশি মাতামাতি আমার ভালো লাগে না। আসলে দরকার নেই। ফলাফল হলে এমনিতেই বোঝা যাবে।

    তবে বিশ্বকাপ বলে কথা। তো খেলোয়াড়রা যে প্রত্যাশার চেয়ে বেশি দিবেন তাও জানিয়ে রাখলেন তিনি। শান্ত বলেন, ‘আমি একটা জিনিস বলতে পারি, যে দলটা খেলবে তারা ১২০ ভাগ দিবে, প্রতিটি ম্যাচ জেতার জন্য। এই নিশ্চয়তা আমি দিতে পারি। প্রতিটি ম্যাচ আমরা যখন খেলি, তখন অনেক আশা নিয়েই খেলি। আমরা যেটা পারি, ওই জিনিসটা করার চেষ্টা করি। আমরা জেতার জন্য খেলব কিন্তু আগে থেকে জেতার আশা করছি, এবার একটু বেশ প্রত্যাশা করছি, আমার অনুরোধ থাকবে এই বিষয় নিয়ে আমরা যেন মাতামাতি না করি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০