• আজ রবিবার
    • ৩০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ১৩ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১২ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

    বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২৪ | ২:৪৩ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ১ মের এর মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দলগুলোকে। সেই ধারাবাহিকতায় এবার দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা।

    মঙ্গলবার (৩০ এপ্রিল) এক বিবৃতির মাধ্যমে এইডেন মার্করামকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে প্রোটিয়ারা। ওয়ানডে বিশ্বকাপে খেলা বেশিরভাগ ক্রিকেটারই সুযোগ পেয়েছেন এই স্কোয়াডে। নতুন মুখ হিসেবে আছেন অটনিয়েল বার্টম্যান, বিয়র্ন ইমাদ ফরচুইন, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবসের মতো তরুণরা।

    এ ছাড়াও টপঅর্ডারে আছেন কুইন্টন ডি ককের মতো মারকুটে ব্যাটার। তার পাশাপাশি আছেন রেজা হেনরিকস, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেনের মতো পরীক্ষিতরা। যারা প্রতিপক্ষ বোলারদের হতাশায় ডোবাতে প্রস্তুত। তাছাড়া ক্লাসেন বর্তমানে আইপিএলে আছেন দুর্দান্ত ফর্মে।

    এ ছাড়াও বোলিং আক্রমণে তাবরিজ শামসি, কাগিসো রাবাদা, কেশব মাহারাজ, মার্কো জেনসেনদের মতো তারকারা সেরাটা দিতে মুখিয়ে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে প্রোটিয়াদের এই স্কোয়াডকে বেশ শক্তিশালী বলা চলে।

    দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ স্কোয়াড :

    এইডেন মার্করাম, কেশব মাহরাজ, অটনিয়েল বার্টম্যান, জেরাল্ড কোয়েটজে, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদা, বিয়র্ন ইমাদ ফরচুইন, রায়ান রিকেলটন, রেজা হেনরিকস, তাবরিজ শামসি, মার্কো জেনসেন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন।

    ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আছেন নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিদি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০