- আজ শুক্রবার
- ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২১ | ৬:৩৬ অপরাহ্ণ
আলোচিত বিশ্বজিৎ হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টার দিকে তাকে সদরপুর থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম ইমরান হোসেন। সে সদরপুর উপজেলার চর চাঁদপুর গ্রামের মীর আব্দুল জলিলের ছেলে। ইমরান দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সদরপুর থানার ওসি সুব্রত গোলদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে স্থানীয় চর বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।