- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৩ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫০ পূর্বাহ্ণ
বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকেই মিলবে জাতীয় পরিচয়পত্র।
প্রাথমিকভাবে জন্ম সনদ দিয়ে টিকা প্রাপ্তির বিষয় নিশ্চিত হলেও, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্রে গুরুত্ব দিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।
বিশ্ববিদ্যালয় খোলার সাথে সাথে শিক্ষার্থীদের ক্যাম্পাসেই এনআইডি সেবা চালু করতে এরই মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
জাবি প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বলছেন, শুধু টিকা নয়, শিক্ষার্থীদের সব ধরণের সেবা নিশ্চিত করতে আবাসিক শিক্ষার্থীদের জন্য এনআইডি সেবা চালুর আবেদন করা হবে।
এতদিন থানা নির্বাচন অফিসগুলোতে পরিচয়পত্র সেবা দেয়া হলেও পরিসর বাড়িয়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিগগিরই নিবন্ধন কার্যক্রম শুরুর কথা বলছে নির্বাচন কমিশন।