• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি

    গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২২ | ৪:৩২ অপরাহ্ণ

    ওয়ানডে সিরিজ শেষ। এবার টি-টোয়েন্টির মিশনে বাংলাদেশ-আফগানিস্তান। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ চট্টগ্রামে হলেও দুটো টি-টোয়েন্টির ভেন্যু মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম। এই সিরিজেও গ্যালারিতে থাকছে দর্শক। কুড়ি ওভারের সিরিজ সামনে রেখে টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    চার-ছক্কার যুগে টি-টোয়েন্টির জনপ্রিয়তা সবচেয়ে বেশি। দর্শক আগ্রহের কথা চিন্তা করে বুধবার থেকে টিকিট বিক্রি শুরু করছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দুটো টি-টোয়েন্টি যথাক্রমে বৃহস্পতিবার ও শনিবার। বুধবার থেকে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট পাওয়া যাবে সকাল ৯টা থেকে ৬টা পর্ন্ত। এছাড়া ম্যাচের দিন টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

    এবারের সিরিজে টিকিটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। এই পরিমাণ টাকা খরচ করলে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন ইস্টার্ন স্ট্যান্ড থেকে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ১৫০ টাকা। এছাড়া ক্লাব হাউজের টিকিট সংগ্রহ করতে পারবেন ৩০০ টাকা খরচ করে। ভিআইপি স্ট্যান্ডে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ ‍১ হাজার টাকা দিতে খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ড থেকে।

    ওয়ানডে সিরিজ শেষে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে নামার অপেক্ষায় বাংলাদেশ-আফগানিস্তান। চট্টগ্রামের শেষ ওয়ানডে হেরে যাওয়ায় ৫০ ওভারের সিরিজ বাংলাদেশ শেষ করেছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১