- আজ বুধবার
- ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ জানুয়ারি ২০২৩ | ৬:১২ অপরাহ্ণ
আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তর-পশ্চিমাঞ্চলের নৌনা শহর থেকে ২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওইসব মানুষদের গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ওই অঞ্চলের গভর্নর।
সরকারপন্থি গোষ্ঠীই এই হামলা চালিয়েছে বলে দাবি করেছে স্থানীয় সুশীল সমাজের একটি অংশ।
যদিও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি সরকার পক্ষ। তারা জানিয়েছে, ঘটনার তদন্তে কাজ চলছে। জাতিগত সংঘাতের কারণে বুরকিনা ফাসোর ২০ লাখের বেশি মানুষ এ পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছে। গত বছরের জানুয়ারিতে দেশটির ক্ষমতায় বসেছে সেনাবাহিনী। তারা সংঘাত বন্ধের প্রতিশ্রুতি দিলেও এখনও দেশটি অস্থিরতা অব্যাহত রয়েছে।