- আজ রবিবার
- ১২ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৭শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩০শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ জানুয়ারি ২০২২ | ৯:০৪ অপরাহ্ণ
বুরকিনা ফাসোর ক্ষমতা দখল করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে এবং প্রেসিডেন্ট রখ কাবোরেকে উৎখাত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ইসলামি বিদ্রোহীদের দমনে ব্যর্থতার জন্য চাপের মুখে ছিলেন প্রেসিডেন্ট কাবোরি। তিনি কোথায় আছেন তা স্পষ্ট নয়। তবে সেনা কর্মকর্তা জানিয়েছেন, অভ্যুত্থানের সময় যাদের আটক করা হয়েছে নিরাপদ স্থানে রাখা হয়েছে।
সেনারা ব্যারাকের দখল, রাজধানীতে গোলাগুলির একদিন পর অভ্যুত্থানের কথা ঘোষণা দেওয়া হলো।
এর আগে ক্ষমতা পিপল’স মুভমেন্ট ফর প্রগ্রেস (পিএমপি) পার্টি জানায়, প্রেসিডেন্ট ও সরকারের একজন মন্ত্রী হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন।
রবিবার বিদ্রোহী সেনারা সেনাপ্রধানকে বরখাস্ত করার দাবি জানায়। তারা একই সঙ্গে আইএস ও আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আরও সরঞ্জাম চেয়েছে।