• আজ শনিবার
    • ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    বৃদ্ধাদের পাশে রুনা লায়লা

    বৃদ্ধাদের পাশে রুনা লায়লা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২৩ | ৯:২৬ অপরাহ্ণ

    উপমহাদেশের কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী রুনা লায়লা। তার কণ্ঠের জাদুতে যুগের পর যুগ মুগ্ধ হয়ে আছেন শ্রোতারা। কয়েক দশক ধরে খ্যাতির চূড়ায় অবস্থান করছেন তিনি। সম্প্রতি তিনি প্রবীণ নিবাস ‘আপন ভুবন’-এ গিয়েছিলেন। সঙ্গে নিয়েছিলেন তার ভাই মুরাদ হাসান এবং ননদ শাকিলাকে।

    ‘আপন ভুবনে’- এর বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়ে ফিরে এসে ফেসবুকে রুনা লায়লা তার অনুভূতির কথা। তিনি পোস্টে লিখেছেন, ‘তাদের দেখে আমার মন ভেঙে গেছে। যারা এখানে এসেছেন, তাদের কাউকে ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে, কেউ দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়েছিলেন। তাদের বাড়ি-ঘর নেই, সমাজ থেকে তারা বিতাড়িত।’

    এ মায়েদের প্রতি সবার দায়িত্ব আছে জানিয়ে রুনা লায়লা বলেন, ‘তাদের মতো আরও অনেকেই আছেন, যারা চুপচাপ কষ্ট পাচ্ছেন, কিন্তু আমরা হয়তো তাদের চিনি না।’

    এ মানুষগুলোর মাথার উপরে ছাদ, বেঁচে থাকতে খাবার চিকিৎসার যোগান দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানিয়ে এ শিল্পী লিখেছেন, ‘মুরাদ, শাকিলা ও তাদের বন্ধুরাসহ আমি ও আমার স্বামী আলমগীর সাহেব এরই মধ্যে হাত বাড়িয়েছি। আশা করছি, আপনারাও সবাই সাহায্য করবেন। সৃষ্টিকর্তা ‘আপন ভুবন’-এর মানুষদের আশীর্বাদ করুন যারা তাদের যত্ন নিচ্ছে এবং তাদের লালন পালন করছে।’

    ‘আপন ভুবন’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে রুনা লায়লা বলেন, তিনি এবং তার পরিবার এই প্রবীণ নিবাসের পাশে আছেন। পোস্টে ‘আপন ভুবন’ এ অর্থ সহায়তা দিতে ‘নগদ’ ও ‘বিকাশ’ নম্বরও দিয়েছেন রুনা লায়লা।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০