- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১১ আগস্ট ২০২৩ | ৪:০১ অপরাহ্ণ
সরকার পতনের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে গণমিছিল করবে বিএনপি। শুক্রবার (১১ আগস্ট) দুপুর ২টায় এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হচ্ছে। তবে বৃষ্টি উপেক্ষা করেই জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। যুগপৎভাবে সরকার বিরোধী অন্য দলগুলোও এ কর্মসূচি পালন করবে।
বিএনপির ডাকা এ কর্মসূচিতে অংশ নিতে এরই মধ্যে দলটির নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হতে শুরু করেছেন। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা। নেতাকর্মীদের হাতে ব্যানার, ফেস্টুন দেখা যাচ্ছে। এছাড়াও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগান দিচ্ছেন।
বৈরী আবহাওয়ার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করেই গণমিছিলে আসছেন তারা। এরই মধ্যে বিএনপি নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠেছে ঢাকার রাজপথ।
ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হবে বাড্ডার সুবাস্ত টাওয়ার থেকে, শেষ হবে মালিবাগের আবুল হোটেলে গিয়ে। ঢাকা মহানগর উত্তরের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে এ কর্মসূচি শুরু করে মালিবাগ রেলগেটে এসে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণের গণমিছিলে নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।