- আজ শনিবার
- ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৪ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ
আগামী অক্টোবরে মাসে চীনের আমন্ত্রণে বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সংবাদপত্র ভেদোমোস্তি এই খবর জানিয়েছে।
ইউক্রেন থেকে শিশুদের নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর এটাই হবে পুতিনের প্রথম বিদেশ সফর। ক্রেমলিন যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।
পুতিনের সফরের খবর এমন সময় প্রকাশ করা হলো যেদিন তিনি সেন্ট পিটার্সবার্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই‘র সঙ্গে বৈঠকে বসেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মস্কো এবং বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক পশ্চিমাদের উদ্বিগ্ন করে তুলেছে। বেইজিং প্রকাশ্যে ইউক্রেনে মস্কোর আক্রমণ কর্মকাণ্ডের নিন্দা জানায়নি। তবে সংকটের অবসানের জন্য একটি ‘রাজনৈতিক সমাধান’ খুঁজে বের করতে রাশিয়া, ইউক্রেন এবং ইউরোপীয় দেশগুলিতে শান্তি দূত প্রেরণ করেছে।