• আজ বৃহস্পতিবার
    • ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    বেড়েছে শৈত্যপ্রবাহ, কাল থেকে তাপমাত্রা বাড়তে পারে

    বেড়েছে শৈত্যপ্রবাহ, কাল থেকে তাপমাত্রা বাড়তে পারে

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জানুয়ারি ২০২৫ | ৬:২৯ অপরাহ্ণ

    সারাদেশে বেড়েছে শৈত্যপ্রবাহের পরিধি। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আবহাওয়া অধিদপ্তর বলছে, দুই দিনের মৃদু শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকেই বাড়তে পারে তাপমাত্রা।

    এদিকে আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলা ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

    আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, দুই দিনের শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে।

    যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।

    দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা আজ গতকালের চেয়ে প্রায় দুই ডিগ্রি কমে গেলেও আজ রাজধানীর তাপমাত্রা সামান্য বেড়েছে। আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১