- আজ শনিবার
- ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই সফর ১৪৪৭ হিজরি
| ১০ জুলাই ২০২১ | ৭:৩১ পূর্বাহ্ণ
বেসরকারি প্রতিষ্ঠানে বাংলাদেশি কর্মী নিয়োগে সর্বোচ্চ সীমা ৪০ শতাংশ নির্ধারণ করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (৮ জুলাই) এ ঘোষণা দেয়, দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয় ।
সৌদি গ্যাজেট জানায়, এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের মোট কর্মীর ৪০ শতাংশ বাংলাদেশি নিয়োগ দিতে পারবেন।
যেসব প্রতিষ্ঠানে নির্ধারিত সংখ্যার চেয়ে এসব দেশের কর্মী সংখ্যা বেশি আছে সেসব কোম্পানি ওই কর্মীদের কাজ ও বসবাসের অনুমতি দিতে পারবেন। তবে, নতুন করে এসব দেশ থেকে কর্মী নিতে হলে তাদের নতুন নির্দেশনা মানতে হবে।
আগের নিয়মে, কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় কোনো দেশের কর্মী-সীমা পেরিয়ে গেলে সেসব প্রতিষ্ঠান/স্থাপনার মালিকেরা নতুন কর্মীর জন্য ভিসা ইস্যু বা স্থানান্তর পরিষেবা দিতে পারতেন না। এই বিধিনিষেধ তুলে নিতে তারা সৌদি সরকারের কাছে সম্প্রতি আবেদন জানিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই নতুন নিয়ম চালু করল দেশটি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |