• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    বেড়েছে পেঁয়াজের দাম

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ অক্টোবর ২০২১ | ১১:১৮ পূর্বাহ্ণ

    দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি কমার অজুহাতে আবারও বাড়লো ভারতীয় পেঁয়াজের দাম। তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ১০ টাকা। এর আগেও প্রকারভেদে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩২ থেকে ৩৫ টাকা দরে। সোমবার তা ১০ টাকা বেড়ে পাইকারি বাজারে বিক্রি হয়েছে ৪৫ টাকা।

    পাইকারি ব্যবসায়ীরা জানান, ভারত থেকে পেঁয়াজের আমদানি কমেছে, যে কারণে হিলির মোকামগুলোতে পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। আমদানি বাড়লে দাম কমতে পারে বলেও জানান তারা।

    হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন নষ্ট হয়ে গেছে, যে কারণে ভারতেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানি করতে বাংলাদেশের ব্যবসায়ীদের বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে, ফলে দেশের বাজারে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০